ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

খোকসায় "মুক্তির মন্ত্র" স্মৃতিসৌধ উদ্বোধন 

খোকসা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৭, ৫ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের মাঝে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ "মুক্তির মন্ত্র"র শুভ উদ্বোধন করা হয়েছে।

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের মাঝে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মুক্তির মন্ত্র শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

অনুষ্ঠানে তিনি বলেন, ”মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আজকের মুক্তির মন্ত্র স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। ভাষা আন্দোলন স্বাধিকার থেকে স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ সম্মিলিত "মুক্তির মন্ত্র" স্মৃতিসৌধটি বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও বাঙালিয়ানার এক প্রতিচ্ছবি। মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে নিরস্ত বাঙালির একমাত্র অস্ত্র ছিল। মুক্তিযোদ্ধার এ সকল স্মৃতিচিহ্ন স্মরণে আজকের মুক্তির মন্ত্র স্মৃতি স্তম্ভটি উদ্বোধন করলাম।”

কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ এহতেসাম রেজা এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী হায়দার , কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক কলামিস্ট সাহিত্যিক দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও ইসলামিক ইউনিভার্সিটি জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডঃ আমানুর আমান। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি